ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে এক ম্যাচ খেলে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বাকি ম্যাচগুলোতে খেলতে পারেননি সীমিত ওভারের ক্রিকেটে শ্রীলঙ্কা দলের ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুজ। আশা করা হয়েছিল, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি খেলতে পারেন। কিন্তু তার বর্তমান যে অবস্থা তাতে তিনি আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে পারবেন কি না তা নিয়েও শঙ্কা রয়েছে।
ওয়ানডেতে ম্যাথুজ না থাকায় শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দিয়েছিলেন দিনেশ চান্দিমাল। আর টেস্ট ফরম্যাটে তো তিনিই শ্রীলঙ্কা দলের নিয়মিত অধিনায়ক। তাই চলমান টেস্ট সিরিজে তিনিই নেতৃত্ব দিয়েছেন। টেস্ট সিরিজের পরই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। এই সিরিজে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দিতে পারেন থিসারা পেরেরা।
গত মাসে ঢাকায় অনুষ্ঠিত হয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। েএই সিরিজে অংশ নেয় বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। সিরিজে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। রানার আপ হয় বাংলাদেশ। এরপর শুরু হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ।
চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শেষ হয়েছে। এই ম্যাচটি ড্র হয়েছে। ঢাকায় দ্বিতীয় ম্যাচটি শুরু হবে আগামী ৮ ফেব্রুয়ারি। ১৫ ফেব্রুয়ারি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেটে।
বাংলাদেশ সময়: ১৩:০২:৪০ ৩৩০ বার পঠিত