বন্দরে কন্টেইনার জট কমানোর নির্দেশ নৌ প্রতিমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে কন্টেইনার জট কমানোর নির্দেশ নৌ প্রতিমন্ত্রীর
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯



---

বন্দরে কন্টেইনার জট হ্রাস এবং দ্রুত সেবা প্রদানের ক্ষেত্রে সমন্বয়হীনতার দূর করার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে চট্টগ্রাম, মোংলা ও স্থলবন্দর কর্তৃপক্ষ এবং জাতীয় রাজস্ব বোর্ডের মধ্যে বিভিন্ন অনিষ্পন্ন বিষয় নিষ্পত্তি সংক্রান্ত বৈঠকে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম ও মোংলা বন্দর এবং স্থলবন্দরগুলোর কন্টেইনার জট হ্রাস এবং দ্রুত সেবা প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার দূর করতে হবে। সরকার ব্যবসায়ীসহ বন্দর ব্যবহারকারীদের ভাল সেবা প্রদানের লক্ষ্যে কাজ করছে। দেশের স্বার্থে অধিক সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। সেবা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধান করে এগিয়ে যেতে হবে।

বৈঠকে নৌ মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠকে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট কমাতে বন্দর হতে এফসিএল অফডকে পাঠাতে আইটেম সংখ্যা পর্যায়ক্রমে বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এনবিআর এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। চট্টগ্রাম ও মোংলাসহ যে সমস্ত স্থলবন্দর দিয়ে কন্টেইনার পরিবাহিত হয় সেসব স্থানে পর্যাপ্ত কন্টেইনার স্ক্যানার স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে জানানো হয় যে, সুনামখ্যাত প্রতিষ্ঠানগুলোর জন্য বন্দরগুলোতে গ্রিন চ্যানেল সেবা কার্যক্রম চালু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২২:১১   ২২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ