দুর্নীতির অভিযোগে কালকিনিতে ভূমি কর্মকর্তাকে গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুর্নীতির অভিযোগে কালকিনিতে ভূমি কর্মকর্তাকে গ্রেফতার
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯



---

জমির শ্রেণি পরিবর্তন করে সরকারি সম্পত্তি বেহাত করে অবৈধ লেনদেনের অভিযোগে মাদারীপুরের কালকিনিতে আবুল কালাম আজাদ নামে এক ভূমি কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আবুল কালাম আজাদ উপজেলার এনায়েতনগর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন। সোমবার সন্ধ্যায় তাকে মাদারীপুর জেলহাজতে পাঠিয়েছে দুদক।

দুদকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৌরভ দাস জানান, ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত উপজেলার কয়ারিয়া ইউনিয়নে ভূমি সহকারী কর্মকর্তার দায়িত্বে ছিলেন আবুল কালাম আজাদ। তখন কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাটের একটি সরকারি পুকুরের শ্রেণি পরিবর্তন করে ব্যক্তিমালিকানায় বরাদ্দ দেন। পরে সেখানে কয়েকটি দোকানঘর নির্মাণ করে ভাড়া দেন।

এতে ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবৈধ অর্থিক লেনদেনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। এই অভিযোগে ওই এলাকার কয়েকজন মিলে দুদকের ফরিদুপর আঞ্চলিক অফিসে অভিযোগ করেন। পরে এ অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়। তবে তার বিরুদ্দে মামলা হয়েছে।

এ ব্যাপারে দুদকের ফরিদপুর আঞ্চলিক অফিসের উপপরিচালক একে আজাদ জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তসাপেক্ষে আবুল কালাম আজাদকে সরকারি সম্পদ বিনষ্ট করার কারণে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে আরও কয়েকজন জড়িত আছে, তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫:১৪:০৯   ১২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ