গুজব ছড়িয়ে লবণ বিক্রির দায়ে নরসিংদীতে দুই ব্যবসায়ী গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » গুজব ছড়িয়ে লবণ বিক্রির দায়ে নরসিংদীতে দুই ব্যবসায়ী গ্রেফতার
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯



---

গুজব ছড়িয়ে অধিক দামে লবণ বিক্রি করতে গিয়ে নরসিংদীতে দুই লবণ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন, মঙ্গলবার নরসিংদীর মাধবদী বাজারের সানাউল্লাহ স্টোরের মালিক সোহেল (৩০) ও অন্য ব্যবসায়ী শফিউল্লাহ (৪০)। মঙ্গলবার রাতে নরসিংদী বাজার পরিদর্শনকালে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার প্রলয় কুমার বাজারের ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের উদ্দেশ্যে বলেন, ‘কেউ যদি বেশি দামে লবণ বিক্রি করেন এবং কেউ কেনেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের চাহিদার তুলনায় ৬ গুণ বেশি লবণ মজুদ আছে।’ এসময় গুজব ছড়িয়ে বেশি দামে লবণ কেনাবেচা না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

অভিযান চলাকালে পুলিশ সুপারের সঙ্গে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাহেদ আহমেদ, সদর মডেল থানার ওসি সৈয়দুজ্জামান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি (তদন্ত) বিপ্লব কুমার দত্ত, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, সাধারণ সম্পাদক আঃ মোতালিব ভূঁইয়া, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস সহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এছাড়া, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রতি কেজি লবন ৮০ টাকা দরে বিক্রি করার অভিযোগে ২ ব্যবসায়ীর ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী বাসস্ট্যান্ডের ব্যবসায়ী ফরিদুল ইসলামের দোকানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা এবং পাটেশ্বরী বাজারের নুরুল ইসলামের দোকানে ৫ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ২০:৪৩:২১   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ