ফরিদপুরের ১৫টি পেট্রোল বোমা ও ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব। রবিবার সকালে জেলা শহরের গোয়ালচামট এলাকা থেকে শাহারিয়ার হোসেন শান্ত নামে ওই যুবককে আটক করা হয়। পরে তার কাছ থেকে মাদক দ্রব্য ও পেট্রোল বোমা উদ্ধার করেন র্যাব-৮ এর সদস্যরা।
আটক শান্ত চরকৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে।
ফরিদপুর র্যাবের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, সকালে গোপন সংবাদে শহরের ১নং গোয়ালচামট সড়ক অভিযান চালিয়ে ১৫টি পেট্রোল বোমা ও ৯০টি ইয়াবাসহ মো. শাহারিয়ার হোসেন শান্তকে আটক করা হয়।
তিনি জানান, আটক শান্ত একজন পেশাদার মাদক বিক্রেতা ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি অস্ত্র মামলা, চারটি মাদক মামলা ও দুইটি অন্যান্য মামলা রয়েছে।
র্যাবের ওই কর্মকর্তা জানান, শান্তকে ফরিদপুর কোতয়ালি থানায় হস্তান্তর ও মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৬:০৬:৫৩ ৩৫৬ বার পঠিত