প্রযুক্তি পরিবেশ বান্ধব হতে হবে - পলক

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রযুক্তি পরিবেশ বান্ধব হতে হবে - পলক
শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯



---

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের স্বার্থে কার্বন নিঃসরণ বন্ধ করতে হবে। এ লক্ষ্যে ব্যবহৃত যে কোন প্রযুক্তি হতে হবে পরিবেশ বান্ধব।
শুক্রবার সন্ধ্যায় সিংড়া পৌরসভা প্রাঙ্গণে পৌরসভা পাবলিক ট্রান্সপোর্ট ও এম্বুলেন্স সার্ভিস ‘চলো’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জার্মানীর জিআইজেড-এর গ্লোবাল প্রতিযোগিতায় সিংড়া পৌরসভা শহরের পরিবহন ব্যবস্থার উন্নয়ন, আধুনিকীকরণ এবং গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের ১৩০টি শহর প্রকল্প দাখিল করে। সিংড়া পৌরসভা তৃতীয় স্থান অধিকার করে জিআইজেড এর এক কোটি টাকা অনুদান লাভ করে। এই অনুদান লব্ধ অর্থে পরিবেশ বান্ধব ফোর হুইলার চারটি ই-রিক্সা ও দুইটি ই-এম্বুলেন্স এবং ছয়টি থ্রি হুইলার ই-রিক্সা চালু করেছে। এই পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা বাস্তবায়নে ১৫ জন চালক নিয়োগ দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। একটি বৈদ্যুতিক চার্জ পয়েন্ট ও কল সেন্টারও চালু করেছে।
সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম, জিআইজেড-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ভেরেনা লাংগে, প্রোগ্রাম ম্যানেজার মাইকেল ফিনক ও টেকনিক্যাল এডভাইজর সাবাহ শামসি প্রমুখ।
প্রতিমন্ত্রী পলক বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় আমাদের দেশ শীর্ষে। আমাদের ব্যবহৃত নতুন প্রযুক্তি জীবনকে সুন্দর ও সহজ করছে, পাশাপাশি অনেক ক্ষেত্রে তা পরিবেশ বান্ধব নয়। পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে আমাদের সজাগ হতে হবে।
‘চলো’ এর উদ্বোধন শেষে সিংড়া পৌর এলাকায় একযোগে রোড শো’ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২২:০৩:০৬   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ