কতিপয় ব্যক্তি ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ায় - গণপূর্তমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » কতিপয় ব্যক্তি ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ায় - গণপূর্তমন্ত্রী
শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯



---

কতিপয় ব্যক্তি ধর্মকে ব্যবহার করে সমাজে বিভ্রান্তি ছড়ায়, যা সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, সকল ধর্মের মূলকথা হল শান্তি। এজন্য আমরা বলবো ধর্মীয় অনুশাসন মেনে আমাদের চলা উচিত। শুক্রবার স্বরূপকাঠি উপজেলার ছারছীনা দরবার শরীফের ১২৯ তম বার্ষিক মাহফিলে প্রথম দিনে জুমাবাদ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, একটা জীবনের জন্য যা কিছু নির্দেশনা সবকিছু পবিত্র কুরআন শরীফে দেওয়া আছে। যা রাসূলুল্লাহ (সঃ) এর সহীহ হাদীসেও স্পষ্ট উল্লেখ আছে। আমরা ভুল ধারনার বশবর্তী হয়ে ইসলামী শিক্ষাকে সংকীর্ণ মনে করি। ইসলামী শিক্ষা থেকে আমরা আদব কায়দা, নৈতিকতাসহ চলার পথের যাবতীয় সবকিছু শিখতে পারি। যা অন্য কোথাও নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ইসলামের জন্য অনেক সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর দৃঢ় সিদ্ধান্তে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বার রাষ্ট্রীয় খরচে আলেম ওলামাদের হজ্বে পাঠানোর ব্যবস্থা করা হয়।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আরও বলেন, দেশের এক পঞ্চমাংশ লোক ইসলামী শিক্ষায় পড়াশোনা করেন। সে কারণে বর্তমান সরকার কওমি মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি দিয়েছে। কওমির সর্বোচ্চ শিক্ষাকে আমাদের সরকার এমএ পাশের মর্যাদা দিয়েছেন। সারা দেশের হাজার হাজার মাদ্রাসা ভবন নির্মাণ করাসহ প্রতিটি উপজেলায় একটি অত্যাধুনিক মডেল মসজিদ নির্মাণ করছেন। যার কাজ শুরু হয়েছে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পথ অনুসরণ করে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন-এ দেশে ইসলাম পরিপন্থী কোনও আইন বাস্তবায়ন করা হবে না।

মন্ত্রীর বক্তব্য শেষে দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন আমিরে হিযবুল্লাহ ছারছীনার পীর সাহেব হযরত মাওলানা শাহ মা. মোহেব্বুল্লাহ।

এ সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.ইয়াকুব আলী পাটোয়ারী, মন্ত্রীর পিএস-২ ড. আবু নঈম, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম ও স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১৬:০৬   ১৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ