মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নকেই উসকে দিয়েছে কন্যাশ্রী

প্রথম পাতা » অন্যান্য সংবাদ » মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নকেই উসকে দিয়েছে কন্যাশ্রী
রবিবার, ১৫ অক্টোবর ২০১৭



---কন্যাশ্রী’ সম্পর্কে নানা অনুভূতি এবার ফুটে উঠল ‘কন্যার চোখে কন্যাশ্রী’ বইয়ে। এই বইয়ের ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আমাদের মেয়েরা সমাজের বোঝা নয়। তারা আমাদের সম্পদ, তাদের পড়াশুনা চালিয়ে যাওয়ার জন্য ও ভবিষ্যতকে সুরক্ষিত করে নিজের পায়ে দাঁড় করানোর জন্যই এই কন্যাশ্রী পরিকল্পনা। তিনি বলেছেন, ছোট ছোট কন্যাশ্রীদের কয়েকজনের কথা এই বইয়ে স্থান পেয়েছে। তাদের লেখা, তাদের উপলব্ধি, তাদের অনুভব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই লেখনী। কন্যাশ্রী নিয়ে এই বইয়ে রাজ্যের ঩বিভিন্ন স্কুল-কলেজের দুই শতাধিক ছাত্রীর লেখা স্থান পেয়েছে। ইতিমধ্যেই এই বইয়ের প্রথম সংস্করণ শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় সংস্করণটি প্রকাশিত হয়েছে চলতি বছরের জানুয়ারি মাসে। প্রকাশক সুধাংশুশেখর দে বলেন, এই বই ভালোই সাড়া ফেলেছে।
কন্যাশ্রীদের ‘উৎসর্গ’ করা ২২০ পাতার এই বইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আজকের মেয়েরাই ‘আগামীকাল’, তারার সমাজ গড়বে, রাজ্য গড়বে, দেশ গড়বে ও নিজ পায়ে দুনিয়াকে নিজেদের অধিকার সম্বন্ধে সচেতনতা বাড়িয়ে ও নিজেদের পায়ে দাঁড়িয়ে সারা বিশ্বকে জয় করবে। তাদের ভবিষ্যতের স্বপ্নকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন পূরণের জন্যই। ভূমিকায় তিনি আরও লিখেছেন, ‘একটা স্বপ্নের ভোর’ উপহার দেবার জন্য আমাদের প্রিয় পরিকল্পনা ‘কন্যাশ্রী’, যার মাধ্যমে এখনও পর্যন্ত প্রায় ৩০ লক্ষ মেয়েকে এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অষ্টম শ্রেণি পর্যন্ত ১৮ বছর বয়সি কেউ যদি বৈবাহিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ না হয়ে পড়াশুনা চালিয়ে যান, সে সাধারণ শিক্ষা থেকে বৃত্তিমূলক শিক্ষা, স্কুল থেকে মাদ্রাসা কলেজ, অষ্টাদশী অবধি তাদের সাড়ে সাত’শ টাকা করে স্কলারশিপ আর ১৮ বছর বয়সে তাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার ২৫ হাজার টাকা জমা দেবে। এটা কন্যাশ্রীদের ভবিষ্যতের কথা ভেবে।
এই বইয়ে কলেজ ছাত্রী পিয়ালি প্রামাণিক লিখেছেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘কন্যাশ্রী প্রকল্প’টি চালু করে অনেক দুঃস্থ, গরিব পরিবারের কন্যা সন্তানদের লেখাপড়ায় সাহায্য করেছেন। আমার পরিবারের পক্ষে আমাকে এতটা দূর পর্যন্ত পড়ানো সম্ভব হত না…’। কলেজ ছাত্রী কনিকা রায়চৌধুরি বলেছেন, কন্যাশ্রী প্রকল্পের হাত ধরে আমাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে। যেমন আমি কন্যাশ্রীর টাকা দিয়ে কলেজে ভরতি হতে পেরেছি…।’ কলেজ ছাত্রী রুবি ঘোষ লিখেছেন, কন্যাশ্রী প্রকল্পের সুবিধার জন্য আমি পড়াশুনার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পেয়েছি। পড়াশুনায় আশার আলো দেখছি…।’ কলেজ ছাত্রী রেনুকা সিনহা লিখেছেন, ‘…আমরা চাই কন্যাশ্রী চলতে থাকুক। এই প্রকল্পের জন্য অনেক ধন্যবাদ। স্কুল ছাত্রী তনু মণ্ডল তার অভিজ্ঞতায় বলেছে, কন্যাশ্রীর হাত ধরেই পড়াশুনার ক্ষেত্রে সুবিধা পেয়েছি…।’ কলেজ ছাত্রী বাবলি রায় লিখেছেন, ‘…এই প্রকল্প শুধুমাত্র আমারই না, সবার জীবনেই অনেক পরিবর্তন এসেছে। আরেক কলেজ ছাত্রী মামণি বর্মন লিখেছেন, ‘কন্যাশ্রী প্রকল্প হল এক অভূতপূর্ব পরিকল্পনা। এই প্রকল্প শুধুমাত্র আমার বা একজনের জীবনে পরিবর্তন আনেনি, আমাদের সমাজের অধিকাংশ মেয়ের জীবন পরিবর্তন করেছে…।’ এইভাবে রুবি খাতুন, রনি হেলা, টুইঙ্কেল গুপ্তা, রিম্পা সিং, অঞ্জু কুমারী সিং, সনি খাতুনদের লেখায় ফুটে উঠেছে কন্যাশ্রী প্রকল্পের ইতিবাচক দিকগুলি।
এই বইয়ে মমতা লিখেছেন, ‘আমাদের সমাজে অনেক সাধারণ মেয়ে আছে, যারা শুধুমাত্র অবহেলা ও না পাওয়ার যাতনাতে বঞ্চিত হতে হতে শৈশবেই হারিয়ে ফেলে বড় হওয়ার বাসনা। মেধা থাকলেও, ইচ্ছা থাকলেও অনেক সাধারণ পরিবারের মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে ‘বিয়ে দিলেই সব শান্তি’—একথা ভেবে যে কোনো একটা সংসার তৈরি করতে গিয়ে নিশ্চিন্ত বোধ করেন। ফলে খুব অল্প বয়সে যে মেয়েটার পড়াশুনা করে নিজের পায়ে দাঁড়ানোর কথা, সে আর কিছু ভাবতে পারে না, অসময়ে তার মাথায় চেপে যায় সংসার। এসব চিন্তার অবসান করার লক্ষ্যেই ‘কন্যাশ্রী’ আমাদের উপহার।

বাংলাদেশ সময়: ১২:৩৪:৫২   ১০০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অন্যান্য সংবাদ’র আরও খবর


নিউজ টু নারায়ণগঞ্জ কে নিবন্ধন সনদ তুলে দিলেন প্রধান তথ্য কর্মকর্তা
সড়কে দুর্ঘটনা বাড়ছে: প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিন
সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক ইব্রাহীম খলিল
মাংস আমদানি বন্ধের দাবি: স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহ দিতে হবে
বাজারে আসছে শীতের সবজি সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে
অক্সিজেনের অস্বাভাবিক দাম
করোনাকালের উপকথা
আজ জাতীয় কবি কাজী নজরুলের ১২১তম জন্মজয়ন্তী
এগুলো এখনই উচ্ছেদ করা হোক: ভেজাল গুড়ের কারখানা
বছরব্যাপী মুজিববর্ষ ঘোষণা করলো ওয়াশিংটন ডি.সি.

আর্কাইভ