সিরাজগঞ্জে ৪০ লাখ টাকা মূল্যের প্রায় ২৭ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, পৌর এলাকার শহীদগঞ্জ পূর্বপাড়া মহল্লার রফিকুল ইসলাম বক্কুর ছেলে মো. মতিন ও দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাংলাহিলির পূর্ব বাসুদেবপুর গ্রামের মৃত সিরাজের ছেলে মো. সবুজ।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক রওশন আলী জানান, বৃহস্পতিবার ভোরে গোপন খবরের ভিত্তিতে তিনিসহ একদল পুলিশ সিরাজগঞ্জ শহরের শহীদগঞ্জ এলাকায় অভিযান চালায়। এসময় শহীদগঞ্জ পূর্বপাড়া মহল্লার আব্দুল মতিনের বাড়ী থেকে ২৬ হাজার ৮শ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৪০ লাখ ২০ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সাথে জড়িত রয়েছেন বলে স্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ১৩:৪২:৪০ ৩২৪ বার পঠিত