
নরসিংদীতে মজুরি কমিশনসহ ১১ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন শ্রমিকরা।
রোববার সন্ধ্যা ৬টা থেকে বাংলাদেশ পাটকল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের ডাকে ইউএমসি জুট মিলের শ্রমিকরা মিল গেটের সামনে এ আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। সোমবার দুপুর পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত রয়েছে।
অনশনে ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএমসি) জুট মিলের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৫ হাজার শ্রমিক রয়েছে। এ কর্মসূচি উপলক্ষে শত শত শ্রমিক এ আমরণ অনশনে অংশ নেন।
এ সময় ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল মিয়া, কাউছার আহাম্মেদ, সুমন খন্দকার, জাকির হোসেন, দেলোয়ার হোসেন, ননসিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, মোশারফ হোসেন, কাউযুম প্রধান, শামসুল আরেফিন, ইসা হাবিব রিপন সরকারসহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ১০ ডিসেম্বর থেকে আন্দোলন শুরু করেন। টানা ৫ দিন আন্দোলন করেন। পরে দাবি মেনে নেয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য কর্মসূচি স্থগিত করে কাজে যোগ দেন শ্রমিকরা।
বাংলাদেশ সময়: ১৪:৪১:০২ ১৯৭ বার পঠিত