‘রংপুর নগর ভবনের সর্বস্তরে বাংলা চালু করা হবে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘রংপুর নগর ভবনের সর্বস্তরে বাংলা চালু করা হবে’
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮



---রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা নগর ভবনের সবস্তরেই বাংলা চালুর ঘোষণা দিয়েছেন। একুশের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। একই সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, বিভাগীয় কমিশনর কাজী হাসান আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান সাফিয়া খানম, জেলা ও নগর মুক্তিযোদ্ধা কমান্ড, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, জেলা ও নগর আওয়ামী লীগ, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাবসহ রংপুরের বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরাও ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন শহীদদের।

বুধবার ভোর থেকে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন স্থান থেকে মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান। জেলার বিভিন্ন স্থানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও ছাত্র সংগঠনের শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শুরু হয় আলোচনা সভা, শোক র‌্যালি, বিশেষ প্রার্থনাসহ বিভিন্ন অনুষ্ঠান।

রাতে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন শেষে সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোক র‌্যালি শেষে আলোচনা সভা হয়।

এতে উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ প্রধান অতিথির বক্তব্য দেন।

আলোচনা সভায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীসহ ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজ, মাহিগঞ্জ কলেজসহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে শোক সভা, শিশু-কিশোরদের সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১২:১১:২০   ৫৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ