মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় হাসান হাওলাদার (৩৫) নামে এক যুবককে ১৫০০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
শনিবার রাতে চিত্রকোট ইউনিয়নের তুলসীখালি সেতুর সামনে থেকে তাকে আটক করা হয়।
আজ রবিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিরাজদিখান শেখর নগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক।
মো. হাফিজুর রহমান মানিক জানান, আটককৃত হাসানের বাড়ি কেরানীগঞ্জ থানার রসুলপুর। তিনি দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে একটি মাদক মামলা দ্বায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৫২:৪৫ ২৬৮ বার পঠিত