
ঢাকা, ২১ জানুয়ারি, ২০২০নিউজটুনারায়ণগঞ্জ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ইসমাত আরা সাদেক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ইসমাত আরা সাদেক আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানী ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর ০১ মাস ০৯ দিন।
এক শোকবার্তায় স্পীকার বলেন, তাঁর মৃত্যুতে জাতি এক সমাজসেবক রাজনীতিবিদকে হারালো। দেশের জন্য তাঁর অনবদ্য অবদান তাঁকে স্মরণীয় করে রাখবে। স্পীকার মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো: ফজলে রাব্বী মিয়া এমপি ও চীফ হুইপ নূর -ই- আলম চৌধুরী এমপি ইসমাত আরা সাদেক এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১৩:৪৭:০১ ২৩৫ বার পঠিত