
দেশের সিলেট অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। ৪.১ মাত্রার এই কম্পনে তেমন ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার বেলা ১টা ১০ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের প্রধান অবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।
তিনি জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ-ভারত সীমান্তের সিলেটের গোয়াইনঘাট এলাকায়। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ১।
ভূমিকম্পের সময় লোকজন দ্রুত ভবন থেকে নিচে নেমে আসেন। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৫:২৭:১০ ২০০ বার পঠিত