ফরিদপুরে ইজিবাইক ছিনতাইচক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত তিনটি গাড়ি উদ্ধার করে পুলিশ।
আটক তিনজন হলেন- মাদারীপুরের রাজিব হোসেন, নড়াইলের শরিফুল ইসলাম এবং ঝিনাইদহের মুক্তার হোসেন।
ফরিদপুর র্যাব ক্যাম্প কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, গোয়েন্দা তথ্যে ফরিদপুর ও ঝিনাইদহ এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে আন্তঃজেলার ইজিবাইক ছিনতাইচক্রের এই তিনজনকে আটক করা হয়।
তিনি বলেন, আটকদের ফরিদপুর কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে র্যাব বাদী হয়ে একটি ছিনতাই মামলা করেছে বলে জানান এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫:২০:১৪ ৩৪৩ বার পঠিত