ফতুল্লায় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় ট্যাংকের ভিতরের বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় নবী (৩৬), লিয়াকত (৪৫), শাহীনূর (৩৩) নামে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ফতুল্লার লালখা এলাকায় আব্দুর রশিদ ব্যাপারীর বাড়িতে এ ঘটনাটি ঘটে।
খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) শাহজালাল উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিস সূত্রমতে, প্রাথমিকভাবে অক্সিজেনের অভাব অথবা বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) মোঃ শরফুদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৯:১৮:০৬ ৩৯৯ বার পঠিত