
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। গ্রাম পর্যায়ে মুজিব আদর্শ ছড়িয়ে দিতে এবং গ্রামবাংলার তরুণসমাজকে ক্রীড়া ও সুস্থধারার বিনোদনমুখী করতে দেশজুড়ে বিভিন্ন গ্রামে বছরব্যাপী এ কার্যক্রম পরিচালনা করবে ‘ওয়ান জিরো জিরো’।
এ আয়োজনের জন্য রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সাইফুর রহমান বাসেত এবং ‘ওয়ান জিরো জিরো’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাজমুস সাকিবকে সাধুবাদ জানান প্রতিমন্ত্রী।
সরিষাবাড়ি উপজেলার আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন (বাদশা) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রোকনুজ্জামান, তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ আলতাফ হোসেন, বিশিষ্ট অভিনেত্রী শামীমা নাজনীন।
অনুষ্ঠান সফল করতে ভূমিকা রাখেন শামীম, তুর্য, রাহাত, আলম, কালাম, মধু, নিরব, লিংকনসহ রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৬:০৬:৫৪ ২২১ বার পঠিত