আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক শোকবার্তায় বেগম ফজিলাতুন্নেসার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশের পাশাপাশি বেগম ফজিলাতুন্নেসার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ১৫:১৫:১৭ ৩০৩ বার পঠিত