
আওয়ামী লীগের প্রেডিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সরকার কৃষকদের যাতে ধান কাটতে ও লাগাতে সুবিধা হয় সেই জন্য অর্ধেক দাম দিয়ে ধান কাটার ও লাগানোর মেশিন কিনে দেবে। বর্তমান সরকারের ১১ বছরের সারের দাম এক টাকাও বাড়েনি। দেশে কোনো খাদ্য ঘাটতি নেই।
তিনি আজ রবিবার রাতে আড়াইহাজার উপজেলার এস এম মাযহারুল হক অডিটরিয়ামে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তেব্য এ কথা বলেন।
স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শাহজালাল মিয়া, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম ভুইয়া, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক ও সাবেক ভিপি মোজাম্মেল হক জুয়েল প্রমুখ।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারেন ২৫ টাকার সারের দাম কমিয়ে ১২টায় করতে। বিগত জোট সরকারের আমলে কৃষকরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে সার কিনতে পারেনি। বর্তমানে দেশ অর্থনীতি উন্নয়নের শিহরে দাঁড়িয়েছে। বিগত সরকার ধ্বংস করে দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় কৃষকদের নিয়ে চিন্তা করেন।
এর আগে মন্ত্রী উপজেলার বিশনন্দীতে নির্মাণাধীন ফলিত ও পুষ্টি গবেষণা ইনস্টিটিটিউটের বোর্ড সভায় যোগদান করেন।
বাংলাদেশ সময়: ২১:৩০:৩৬ ২৬১ বার পঠিত