একাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৯ম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » একাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৯ম বৈঠক
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০



---

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ,২০২০: একাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৯ম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে কমিটির সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, মোঃ আফজাল হোসেন এবং সামশুল হক চৌধুরী অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে ৮ম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং নদী/খালের উত্তোলিত / খননকৃত বালি/ মাটি পুনরায় যাতে খননের স্থানে পড়ে ভরাট হতে না পারে সেজন্য খননের স্থান থেকে কমপক্ষে ১০০ মিটার দূরে রাখার সুপারিশ করা হয়। প্রয়োজনে খননকৃত বালি ও মাটি রাখার জন্য জায়গা অধিগ্রহণ করার পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয় ।

বৈঠকে ঘূর্ণিঝড়“বুলবুল” এর প্রভাবে ক্ষতিগ্রস্থ পোল্ডারসমূহ আগামী বর্ষা মৌসুম শুরুর পূর্বেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সাপেক্ষে জরুরীভিত্তিতে মেরামত কাজ সম্পন্ন করার সুপারিশ করা হয়।

বৈঠকে যমুনা নদীর ডানতীরের ভাঙ্গন থেকে গাইবান্ধা সদর উপজেলা এবং গণকবরসহ ফুলছড়ি উপজেলার বিভিন্ন স্থাপনা রক্ষা, ভৈরব ও রুপসা নদীর ভাঙ্গন থেকে খুলনা শহরের গুরুত্বপূর্ন সরকারী স্থাপনাসমূহ রক্ষা এবং পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ভুবনেশ্বর নদী পুনঃখনন এবং পোনা নদী ও ভুবনেশ্বর নদীর ভাঙ্গন থেকে বিভিন্ন স্থাপনা/ সম্পদ রক্ষা প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে যমুনা নদীর ডানতীরের ভাঙ্গন থেকে গাইবান্ধা সদর উপজেলা এবং গণকবরসহ ফুলছড়ি উপজেলার বিভিন্ন স্থাপনা রক্ষা প্রকল্পের কাজ সম্পাদনে নিয়োজিত ঠিকাদার কর্তৃক কাজটি সম্পাদনা করা দুরুহ হয়ে পড়ায় জনস্বার্থে বাস্তবতার আলোকে পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে প্রকল্পসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে মন্ত্রণালয়ের মনিটরিং কার্যক্রম জোরদার করার পাশাপাশি বাস্তবতার নিরিখে প্রকল্প প্রণয়নের সুপারিশ করা হয়।

বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ারসহ মন্ত্রণালয় ও বিভাগ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৬:৫৩   ১৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ