
ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২০নিউজটুনারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ঋতুচক্রে আবর্তিত হয়ে এসেছে বসন্ত। ফুল ফুটেছে, পাখি গাইছে, ঋতুরাজ বসন্তকে বরণে প্রকৃতি সেজেছে অপরুপ রুপে। পার্লামেন্ট মেম্বারস ক্লাব বসন্তকে বরণ করে নিচ্ছে। এসময় তিনি বলেন, বসন্ত সকলের জীবনে কল্যাণ বয়ে নিয়ে আসুক।
তিনি আজ শনিবার জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাব আয়োজিত বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসকল কথা বলেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় সংসদের চীফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি এবং পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম তাজুল ইসলাম এমপি।
এ সময় স্পীকার বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরে তিনি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, বসন্ত বরণ উদযাপন কমিটির আহবায়ক অপরাজিতা হক এমপি, জাতীয় সংসদের হুইপবৃন্দ, জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতিবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০:২৯:১৩ ২২৬ বার পঠিত