গার্মেন্ট শ্রমিক রুনা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » আড়াইহাজার » গার্মেন্ট শ্রমিক রুনা হত্যা মামলার আসামি গ্রেপ্তার
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০



---

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গার্মেন্ট শ্রমিক রোকসানা আক্তার রুনা (২৫) হত্যা মামলার প্রধান আসামি গোলজার (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় মারুয়াদি এলাকার মৃত অহিদ মিয়ার ছেলে ও ভাইভাই ম্পিনিং মিলের শ্রমিকবাহী গাড়ীর চালক। ঘটনার পর থেকে পলাতক ছিলেন। নিহত রোকসানা তার তৃতীয় স্ত্রী ছিলেন। নিহত রোকসানা আক্তার রুনা মাহমুদপুর ইউনিয়নের রগুনাথপুর এলাকার মৃত কালু মিয়ার মেয়ে। একমাস আগে প্রথমে পুলিশ নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা গ্রহণ করেন। তবে ময়না তদন্তের পর ঘটনাটি হত্যাকান্ড বলে প্রতিয়মান হয়। শনিবার ঘটনাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। নিহতের ভাই কামলা হোসেন মামলাটি করেন। এর আগে আড়াইহাজার থানার পুলিশ ঢাকার মিরপুরের বালুরঘাট এলাকা থেকে ফলের ক্রেতা সেজে তাকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তি ওই এলাকায় ভ্যানগাড়ীতে করে ফল বিক্রি করছিলেন। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত. ২০১৯ সালের ১৭ ডিসেম্বর ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনারচর এলাকার জুলহাসের বাড়িতে গোলজার তার তৃতীয় স্ত্রী রোকসানাকে থাকতেন। রাতে স্বামী-স্ত্রীর মধ্যে হয়। এক পর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে নিহতের পরিবারকে জানানো হয় সে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে মারা গেছেন। ঘটনার পরই গোলজার পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২১:৪৫:৪৮   ১৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে শীতবস্ত্র বিতরণ
সাংবাদিকদের বাস্তব চিত্র তুলে ধরার আহ্বান এমপি বাবুর
আড়াইহাজারের মানুষ ক্ষতিগ্রস্থ হলে সেটা আর পাবো না - এমপি বাবু
শেখ হাসিনা ভালো থাকলে আমরা ভালো থাকবো - মেয়র জাহাঙ্গীর আলম
আড়াইহাজারে ঘর পাবে ৩৫ গৃহহীন পরিবার
সেই উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করব, এটাই প্রতিজ্ঞা - এমপি বাবু
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
স্ত্রীর লাশ হাসপাতালে রেখে স্বামীর পালিয়ে গেছে
আড়াইহাজারে ১২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার
আড়াইহাজারে ৩ ডাকাত গ্রেপ্তার

আর্কাইভ