শিক্ষা গ্রহণ প্রক্রিয়ায় অভিজ্ঞতা অর্জন জরুরি -স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষা গ্রহণ প্রক্রিয়ায় অভিজ্ঞতা অর্জন জরুরি -স্পীকার
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০



---

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২০নিউজটুনারায়ণগঞ্জ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, শিক্ষা গ্রহণ প্রক্রিয়ায় অভিজ্ঞতা অর্জন জরুরি। উচ্চ শিক্ষা অর্জন শেষে যুক্তরাজ্য কিংবা অন্য যেকোন রাষ্ট্র থেকে শিক্ষার্থীরা দেশে ফেরত এসে অভিজ্ঞতা বিনিময় করতে পারে। বাংলাদেশ-ইউকে এলামনাই নেটওয়ার্ক (বুকান) এমন একটি প্লাটফর্ম যেখানে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ রয়েছে।

তিনি আজ রাজধানী ঢাকার ফুলার রোডস্থ ব্রিটিশ কাউন্সিলে “বাংলাদেশ-ইউকে এলামনাই নেটওয়ার্কিং ইভেন্টস” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

এমন একটি মনোমুগ্ধকর আয়োজনের জন্য স্পীকার আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, এমন সৃজনশীল আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এমন আয়োজন সকলকে সৃষ্টিশীল কাজে অনুপ্রাণিত করবে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ব্রিটিশ কাউন্সিল দীর্ঘ সময় শিক্ষা বিস্তারে বাংলাদেশের পাশে রয়েছে- যা প্রশংসনীয়। এসময় বাংলাদেশ থেকে অধিক সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তির সুযোগ দিয়ে যুক্তরাজ্যে পাঠানোর অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার কানবার হোসেন বর বক্তব্য রাখেন। এছাড়া, বাংলাদেশ এসোসিয়েশন অব কমনওয়েলথ স্কলার্স এন্ড ফেলোস এর সভাপতি ডক্টর এম রফিকুল ইসলাম অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টম মিশসা। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৩৫:০৮   ১৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ