নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শম্ভূপুরা ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে শম্ভুপুরা স্কুল মাঠে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ- ৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য ও জাতীয় পাটির যুগ্ন মহাসচিব লিয়াকত হোসেন খোকা। শম্ভূপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মোঃ শহীদ, সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হাসেম, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহ মোঃ হানিফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শম্ভূপুরা ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ মনির হোসেন তোতা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতা মাসুদুর রহমান মাসুম, কামাল হোসেন, উপজেলা জাতীয় পার্টির নেতা ফজলুল হক মাষ্টার, শম্ভূপুরা ইউনিয়ন জাতীয় পার্টির নেতা সাজেদ আলী মেম্বার, রহিম মেম্বার, আবু সিদ্দিক মাষ্টার, আবু ছালেক, ইকবাল মেম্বার, শফিকুল ইসলাম মেম্বার, মোঃ জাহাঙ্গীর প্রমূখ।
সম্মেলনে শম্ভূপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আব্দুর রউফকে শম্ভূপুরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি, স্থানীয় জাতীয় পার্টির নেতা মোঃ মনির হোসেন তোতাকে সাধারন সম্পাদক ও আবু বক্কর সিদ্দিক মাষ্টারকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট শম্ভূপুরা ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি ঘোষনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১:১১:০৩ ৫৩১ বার পঠিত