জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এখন সিনেমার পর্দাতে তেমন ব্যস্ত না থাকলেও ছোট পর্দায় তার দেখা মিলছে নিয়মিতই। আজ থেকে শুরু হচ্ছে তার অভিনীত একটি নতুন ধারাবাহিক নাটক ‘ভালবাসার রং’। অরিন্দম গুহর রচনায় ধারাবাহিকট পরিচালনা করেছেন আশিষ রায়।
রবিবার থেকে এটিএন বাংলায় প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘ভালবাসার রং’। প্রতি রবি থেকে বৃস্পতিবার রাত ৯টায় প্রচার হবে এটি।
ধারাবাহিকটিতে ইলিয়াস কাঞ্চনের পাশাপাশি আরও অভিনয় করেছেন মাহমুদ সাজ্জাদ, ডলি ইসলাম, বাবুল আহমেদ, চন্দা মাহজাবিন, শিরিন আলম, নাবিলা, সানজিদা প্রমুখ।
নাটকটির গল্পে দেখা যাবে—তিতি কলেজে পড়ে। এখন এই নামে কেউ তাকে ডাকলে তার ভালো লাগে না। দাদা-দাদু, মামা-মামী সবাই তাকে তিতলি না বলে তিতি বলেই ডাকে। তিতির মামাতো বোন নদী। তাদের দুজনের খুব বন্ধুত্ব। দুজন মিলে একটি ছেলের প্রেমে পড়ে। ছেলেটির নাম নিলয়। গল্প মোড় নেয় এখানে।
বাংলাদেশ সময়: ২০:১৪:৩১ ৩৫৫ বার পঠিত