
ফরিদপুরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। রবিবার সকালে জেলা শহরের চকবাজার, হাজী শরিয়াতুল্লা বাজার, টেপাখোলা বাজারে গিয়ে দেখা গেছে, প্রকারভেদে মণ প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫শ টাকা দরে। যা খুচরা বাজারে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে ।
জেলার পেঁয়াজ ব্যবসায়ীরা জানালেন, চাষিরা ক্ষেত থেকে মুড়িকাটা ও হালি পেঁয়াজ তুলতে শুরু করেছেন। তাই বাজারে আমদানি এখন অনেক বেশি। এজন্যই গত কয়েক দিনে দাম কমতে শুরু করেছে।
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী জানান, এ বছর জেলার ৩৭ হাজারের বেশি হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় পেঁয়াজের ফলনও অনেক বেশি।
বাংলাদেশ সময়: ১৬:১০:১৫ ৯৮ বার পঠিত