বাংলাদেশ-ভিয়েতনামের মধ্যে তিন সমঝোতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ-ভিয়েতনামের মধ্যে তিন সমঝোতা
সোমবার, ৫ মার্চ ২০১৮



---ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কোয়াং এর বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ, শিল্প এবং সাংস্কৃতিক বিনিময়ের বিষয়ে তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে।

ভিয়েতনামের রাষ্ট্রপ্রধানের সফরের দ্বিতীয় দিন সোমবার দুই পক্ষে আলোচনা শেষে এসব সমঝোতা সই হয়।

আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভিয়েতনামের পক্ষে নেতৃত্ব দেন দেশটির প্রেসিডেন্ট ত্রান দাই কোয়াং।

রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে ভিয়েতনামের প্রেসিডেন্ট রবিবার ঢাকায় পৌঁছেন। সোমবার সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

সকাল ১০টায় ভিয়েতনামের রাষ্ট্রপ্রধান আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এ সময় শেখ হাসিনা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

দুই নেতার মধ্যে একান্ত বৈঠক শেষে শুরু হয় দ্বিপক্ষীয় বৈঠক। সেখানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শেখ হাসিনা, ভিয়েতনামের পক্ষে তাদের রাষ্ট্রপ্রধান ত্রান দাই কুয়াং।

মৎস্য ও প্রাণিসম্পদে সহযোগিতা নিয়ে ২০১২ সাল থেকেই ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের সমঝোতা রয়েছে। সেটিই নবায়ন হয়েছে এবার।

বাংলাদেশের পক্ষে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং ভিয়েতনামের পক্ষে কৃষি এবং গ্রাম উন্নয়নমন্ত্রী নুয়েন জুয়ান সেউয়ং এই চুক্তিতে নিজ নিজ পক্ষে সই করেন।

শিল্পের যন্ত্রাংশ উৎপাদনে সহযোগিতার বিষয়ে সমঝোতায় কই করেন বাংলাদেশের শিল্প সচিব মোহাম্মদ আবদুল্লাহ এবং মিয়ানমারের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী কাও চুয়ক হুয়াং।

সাংস্কৃতিক বিনিময় নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান ও ভিয়েতনামের সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড্যাং থাই বিচ লিয়েন সমঝোতা স্মারকে সই করেন।

১৪ বছরের ভিয়েতনাম রাষ্ট্রপ্রধানের এই প্রথম সফরে দুই দেশের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভিয়েতনাম নেতা ত্রান দাই কোয়াংও।

সমঝোতা স্মারক সই শেষে দুই দেশের একটি যৌথ বিবৃতি প্রকাশ হয়। এতে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দুই পক্ষ একসঙ্গে কাজ করবে বলে জানানো হয়।

আগামীকাল মঙ্গলবার ভিয়েতনামের রাষ্ট্রপ্রধানের বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে।

ঢাকাটাইমস/০৫মার্চ/টিএ/ডব্লিউবি

বাংলাদেশ সময়: ১৩:৪৬:৩০   ৪৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ