শিক্ষকদের কোচিং বন্ধ করতে হবে - শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষকদের কোচিং বন্ধ করতে হবে - শিক্ষামন্ত্রী
মঙ্গলবার, ৩ মার্চ ২০২০



---

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘স্কুলের শিক্ষকেরা শিক্ষার্থীদের কোচিং সেন্টারে আসতে বাধ্য করেন এবং সেখানে না পড়লে তাকে ফেল করিয়ে দেন। এটি এখন কোনোভাবেই চলতে দেওয়া যাবে না। এর জন্য শিক্ষা মন্ত্রণালয় আইন করে কিছু করতে পারবে না। আমাদের সকলের চোখ–কান খোলা রেখে শিক্ষকদের এসব কোচিং সেন্টার বন্ধ করতে হবে।’

আজ মঙ্গলবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার বীরমোহন উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এখন বেশির ভাগ মা–বাবা কর্মজীবী। তাঁরা সন্তানদের খুব কম সময় দেন। তাঁরা ছেলেমেয়েদের কোচিং সেন্টারে পাঠিয়ে দেন। এটা কোচিং–বাণিজ্য। আইন করে এসব বন্ধ হবে না, তা আমরা সবাই বুঝি। তাই স্কুলের মধ্যেই পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে কোচিং হতে পারে। আমাদের সকলের সচেতনতাই পারে কোচিং–বাণিজ্য বন্ধ করতে।’

কারিগরি শিক্ষা প্রসঙ্গে দীপু মনি বলেন, ‘এ বছর ৬৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা শুরু করেছি। তবে আগামী বছর থেকে সেটা মাধ্যমিক হোক আর মাদ্রাসা হোক আর সাধারণ হোক, ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা পাবে শিক্ষার্থীরা।’
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নবম ও দশম শ্রেণিতে দুটি কারিগরি বিষয় পড়ানো হবে। তবে, শিক্ষার্থীদের বাধ্যতামূলক অন্তত একটি বিষয় কারিগরি বিষয় পড়তে হবে। এর পরের শ্রেণিতে যদি কেউ কারিগরি বিষয় নিয়ে পড়তে না চায়, সেও কিন্তু নিজের আত্মকর্মস্থান করতে পারবে।’

প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস বন্ধ শুধু শিক্ষা মন্ত্রণালয়ের না, এই কৃতিত্বের দাবিদার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সব গোয়েন্দা সংস্থা, প্রশাসন, সংবাদমাধ্যমের সহযোগিতা ছাড়া প্রশ্নফাঁস অপকর্মটিকে বন্ধ করা যেত না।’

বাংলাদেশ সময়: ২১:৩২:২৪   ১৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ