নিউজ২নারায়ণগঞ্জঃ স্বাধীনতা পদকে ভূষিত মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী (৭১) আজ মঙ্গলবার ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় স্পীকার বলেন, তিনি বাংলাদেশের সকল আন্দোলন ও সংগ্রামে প্রথম সারিতে ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এই বীর নারীর আত্মত্যাগ কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
স্পীকার মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি এবং চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১৫:৪৭:৫৮ ৩৭১ বার পঠিত