
জুটি বাঁধার পর থেকেই তুমুল আলোচনায় ছিলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস। শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ ছবিটি নিয়ে দুই তারকার ভক্তদের মাঝেই ব্যাপক আগ্রহ দেখা গেছে।
ক্যারিয়ারে একাধিক নায়ক-নায়িকার সঙ্গে তারা জুটি হলেও কখনও একসঙ্গে পর্দায় দেখা যায়নি বাপ্পী-অপুকে। ফলে নতুন জুটি নিয়ে শুরু হয় আলোচনা। আর এই আলোচনা যেন থামছেই না। দর্শক অধির আগ্রহে ছিলেন কবে ছবিটি মুক্তি পাবে।
দীর্ঘদিন পর কমেডি-রোমান্টিক ধাঁচের ছবি। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। সম্প্রতি মুক্তির প্রচারণার অংশ হিসেবে শুরুতেই দর্শকের সামনে উন্মুক্ত করা হয় পোস্টার। যা দর্শকরা দারুণ পছন্দ করেন।
পরবর্তীতে প্রকাশ হয় বলছে আকাশ মুখ লুকিয়ে শিরোনামে গান। এই গানে প্রথমবার বাপ্পী-অপুকে দর্শকরা রোমান্টিক অবতারে দেখার সুযোগ পান। এতে কণ্ঠ দিয়েছেন ভারতের প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার শানু। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সঙ্গীত করেছেন শ্রী প্রিতম।
বাংলাদেশ সময়: ১৫:১৬:১১ ১৫৪ বার পঠিত