প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায়…

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায়…
সোমবার, ১৬ মার্চ ২০২০



---

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত ৯ মার্চ রাতের ওই ঘটনায় করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ মার্চ) ভোরে ভূঞাপুরের পলশিয়া গ্রামে নিজবাড়ি থেকে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রানা বাবু পলশিয়া গ্রামের আব্দুল হামেদের ছেলে ও জাকারিয়া একই গ্রামের আব্দুল খালেকের ছেলে। তাদেরকে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে পুলিশ।

গতকাল রোববার রাতে যৌন নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন।

জানা যায়, রানা বাবু দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উক্ত্যক্ত করতো। পরে সে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাব প্রত‌্যাখ‌্যান করায় ক্ষিপ্ত হয় রানা। গত ৯ মার্চ রাতে ওই স্কুলছাত্রী প্রকৃতির ডাকে বাড়ির বাইরে এলে ওত পেতে থাকা রানা ও তার তিন বন্ধু মেয়েটিকে অপহরণ করে পাশের গ্রামে নিয়ে যায়।

সেখানে রানা ও জীবনের সহযোগিতায় পুর্নবাসন গ্রামের বাদশার ছেলে সুজন ও পলশিয়া গ্রামের খালেকের ছেলে জাকারিয়া মেয়েটিকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। মেয়েটি বাড়িতে ফিরে বিষয়টি তার পরিবারকে জানায়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম জানান, নির্যাতনের শিকার ওই মেয়ের বাবা রোববার রাতে মামলা দায়ের করেন। আজ সকালে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রানা ও জাকারিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করায় সোমবার দুপুরে তাদেরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। অপর দুই আসামি জীবন ও সবুজ ঘটনার পর থেকেই পলাতক। তাদেরকে ধরতে অভিযান চলছে।

নির্যাতনের শিকার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩০:১৪   ১৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ