
করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে হবিগঞ্জে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার দুপুরে চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে এই অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং।
তিনি জানান, হবিগঞ্জে বেশি দামে পেঁয়াজ বিক্রির খবর পেয়ে আজ দুপুরে অভিযান চালিয়ে চৌধুরী বাজারের পেঁয়াজ ব্যবসায়ী রকি স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার।
তিনি আরও জানান, জেলা প্রশাসন এই ব্যাপারে সতর্ক রয়েছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও তারা নিয়মিত বাজার মনিটরিং করছেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯:২২:৪৩ ১৬৫ বার পঠিত