
নিউজটুনারায়ণগঞ্জ : করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারনে দেশের প্রায় সকল কর্মস্থল বন্ধ হয়ে গেছে। যেকারণে চরম অর্থসঙ্কটে পড়ে গেছে খেটে খাওয়া সাধারণ মানুষগুলো। আর এ কারনে এই শ্রেনীর মানুষগুলোর বাসা ভাড়া দেয়া দূরে থাক না খেয়ে মরার উপকরণ হয়েছে।
তবে এমন মানুষগুলো যাতে অন্তত বাসা ভাড়া থেকে রেহাই পান সে লক্ষ্যে এরই মধ্যে নারায়ণগঞ্জের কয়েকজন উদার মনের বাড়ির মালিক তাদের ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া না নেয়ার ঘোষণা দিয়েছেন। সর্বশেষ শুক্রবার রাতে ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকার বাসিন্দা ফেরদৌসী আক্তার রেহানা নামের এক মানবাধীকার কর্মীও এই মহৎ কাজে এগিয়ে এসেছেন।
তিনি এ প্রতিবেদককে বলেন, আমার দুটি বাড়িতে ১৫ টি ভাড়াটিয়া রয়েছে। চলতি মাসে তাদের কারো কাছ থেকে ভাড়া নেবোনা বলে জানিয়ে দিয়েছি। এছাড়া ১৬০ টি অসহায় প্রত্যেক পরিবারের মাঝে ৫ কেজি করে চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, হাফ লিটার তেল ও একটি করে সাবান বিতরণ করছেন।
এক প্রশ্নের জবাবে ফেরদৌসী আক্তার রেহানা বলেন, আমি কোন রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি নই। যেহেতু আমি একজন মানবাধিকার কর্মী সেহেতু দেশের এই সঙ্কটময় মূহুর্তে অসহায় মানুষগুলোর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়া আমার কর্তব্য বলে মনে করেছি। তাই আমার সাধ্য যতটুকু ছিল ততটুকু করার চেষ্টা করেছি, যত দিন বেঁচে আছি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো ।
বাংলাদেশ সময়: ১৬:০৮:১০ ৮৯৭ বার পঠিত