চারঘাটে আগ্নেয়াস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » চারঘাটে আগ্নেয়াস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০



---

রাজশাহীর চারঘাট উপজেলায় একটি বিদেশি পিস্তলসহ এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। তার নাম সাগর ইসলাম (২০)।

মঙ্গলবার সকালে উপজেলার শলুয়া ইউনিয়নের বালুদিয়াড় গ্রামের হাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সাগর ইসলাম উপজেলার শলুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তিনি ফতেপুর গ্রামের সাহেদ আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী জানান, বালুদিয়াড় এলাকায় গত কয়েক দিন ধরে কলাসহ বিভিন্ন ফলমূল চুরির ঘটনা ঘটছিল। এ নিয়ে গত সোমবার বিকালে স্থানীয় মুনছুরসহ কয়েকজনের সঙ্গে সাগর ইসলামের বাকবিতণ্ডা হয়।

এরই জের ধরে মঙ্গলবার সকালে ছাত্রলীগের সভাপতি সাগর প্রতিপক্ষ মুনছুরসহ বালুদিয়াড় গ্রামের কয়েকজনকে ফোন করে হাজিরপাড়ায় ডেকে পাঠায়। এ সময় মুনছুরসহ বালুদিয়াড় গ্রামের ১০-১৫ জন ওই এলাকায় গেলে সাগর ইসলাম তাদের লক্ষ্য করে প্রায় ৩ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেন।

এ সময় পিস্তলসহ সাগরকে আটক করে উত্তম-মাধ্যম দেয় এলাকাবাসী।

পরে সংবাদ পেয়ে মডেল থানার ইন্সপেক্টর ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর হাত থেকে পিস্তলসহ সাগরকে উদ্ধার করে।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার বলেন, আটক সাগর শলুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তার আচার-আচরণ দলীয় শৃঙ্খলা পরিপন্থী। তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। সাগরকে দ্রুত বহিষ্কার করা হবে। তার অসামাজিক কাজের দায় ছাত্রলীগ নেবে না।

মডেল থানার ওসি সমিত কুমার কুণ্ডু জানান, এ বিষয়ে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা সে বিষয়ে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫২:২৮   ১৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ