
বরিশালের উজিরপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের পরমানন্দ সাহা এলাকার নারায়ণগঞ্জ থেকে ছয় ব্যক্তি আসায় সাতটি বাড়ি লকডাউন, অপরদিকে বরাকোঠা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইকবালের বড়িতে নারায়ণগঞ্জ থেকে এক ব্যক্তি আসায় সেই বাড়িটি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
এ ঘটনা গতকাল বৃহস্পতিবার রাতে নিশ্চিত করেছে উজিরপুর নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস।
এর আগে গেল মঙ্গলবার বরিশাল জেলার বাকেরগঞ্জে চারটি বাড়ি লকডাউন করা হয়েছিল।
উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ছোট রঘুনাথপুর এলাকায় চারটি বাড়ি লকডাউন করা হয়েছে। এই এলাকার একজন নারী শ্বাসকষ্ট, সর্দি, মাথাব্যথা নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এরই প্রেক্ষিতে চারটি বাড়ি লকডাউন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৪:২৪:২৩ ১৭২ বার পঠিত