নবাবগঞ্জে চিল্লা থেকে ফিরে করোনায় আক্রান্ত তাবলিগ সদস্য

প্রথম পাতা » ছবি গ্যালারী » নবাবগঞ্জে চিল্লা থেকে ফিরে করোনায় আক্রান্ত তাবলিগ সদস্য
শুক্রবার, ১০ এপ্রিল ২০২০



---

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সদ্য তাবলিগ জামাত থেকে আসা এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এই নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো দুইজনে।

গতকাল রাত একটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ।

নতুন করে আক্রান্ত ওই ব্যক্তি উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ছোট তাশুল্লা গ্রামের বাসিন্দা। সম্প্রতি তিনি চিল্লা থেকে নিজ গ্রামে ফিরেছেন।

ডা. অনুপ বলেন, ওই এলাকায় তিনজনের শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিভিন্ন উপসর্গ দেখা দিলে গেল বুধবার ওই এলাকায় গিয়ে তিনজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার রাতে পরীক্ষার ফলাফলে সদ্য তাবলিগ জামাত থেকে আসা এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে জানিয়ে ডা. অনুপ বলেন, আক্রান্তের পরিবারের সঙ্গে কথা বলে এলাকাটি পর্যবেক্ষণ করা হবে। আক্রান্তের পরিবারের স্বজনদের আশপাশের কয়েকটি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে হতে পারে। এছাড়া এলাকাটি লকডাউন করা হবে কিনা সে ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে গেল ৩১ মার্চ নবাবগঞ্জ উপজেলার ব্রাহ্রা ইউনিয়নে সৌদি আরব থেকে আসা ৪৭ বছর বয়সী এক প্রবাসীর শরীরে করোনা শনাক্ত করা হয়। পরে আক্রান্তের পরিবারসহ আরও ১২টি পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন উপজেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৪:৩১:৩৬   ১২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ