
গত দুই মাস ধরেই করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এতে সবগুলো দেশই আর্থিক ক্ষতির মুখে পড়েছে। বাদ যায়নি ক্রীড়াঙ্গনও।
করোনা মহামারী ঘোষণার পরই সব দেশের খেলাধুলা বন্ধ করে দেয়া হয়েছে। এতে করে আর্থিক ক্ষতি হচ্ছে সংশ্লিষ্ট বোর্ডগুলোর। বিশেষ করে ক্রিকেট বোর্ডগুলো।
এরইমধ্যে বেশ কিছু দ্বিপক্ষীয় সিরিজ বাতিল হয়েছে, স্থগিত রয়েছে ঘরোয়া লিগগুলো। টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলাও বন্ধ। বলা যায়, আয়ের পথ বন্ধ।
এমন অবস্থায় বেশি বিপাকে পড়তে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি), দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
স্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের সম্প্রচার চুক্তির মেয়াদ শেষ হয়েছে গেল বছর। আইপিএল-সিপিএল রেষারেষিতে জয়টা আইপিএলেরই হবে শেষ পর্যন্ত। তাতে উইন্ডিজ ক্রিকেট বোর্ডও পড়বে বড় ক্ষতির মুখে। পাকিস্তান সুপার লিগ স্থগিত হওয়ায় তাদেরও পোহাতে হচ্ছে বড় ঝামেলা।
বিসিবিরও চুক্তির মেয়াদ শেষ হবে চলতি মাসেই। ১৭০ কোটি টাকার সম্প্রচার চুক্তি আবারও নবায়ন করার কথা টাইগার ক্রিকেটের।
কিন্তু মাঠে খেলা নেই, কেন এখনই চুক্তি নবায়ন করবে সম্প্রচারক প্রতিষ্ঠান। বলাই যায়, বিশাল ক্ষতির মুখে পড়ছে ক্রিকেট বোর্ডগুলো।
এ নিয়ে ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে জানায়, ভারত আর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বাদে বাকি বোর্ডগুলো সমস্যায় পড়লেও আপাতত এত বেশি ঝামেলায় পড়তে হবে না বিসিবিকে। তবে অবস্থা যে দিন দিন খারাপের দিকে যাচ্ছে সেটা বুঝতে আর বেশিদিন বাকি নেই।
বাংলাদেশ সময়: ১৬:০২:৫৯ ১৫০ বার পঠিত