
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের ২১১টি পরিবারের মাঝে সিটি করপোরেশন থেকে পাওয়া খাদ্যসামগ্যী পৌঁছে দিয়েছেন প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ১৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ২১১টি পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি।
প্যানেল মেয়র বিভা বলেন, সিটি করপোরেশনের তরফ থেকে আজ ২১১ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছি। সিটি করপোরেশনের বাইরেও নিজ উদ্যোগেও ত্রাণ সহযোগিতা অব্যাহত রয়েছে। ত্রাণ সহযোগিতার কেউ না পেলে ওয়ার্ড সচিব কিংবা আমার অফিসে যোগাযোগ করলেও পৌঁছে দেয়ার ব্যবস্থা করবো। তবে আমরা প্রথমে যাদের সত্যিকার অর্থেই ত্রাণের প্রয়োজন তাদেরকেই দিচ্ছি। মেয়র মহোদয়ের নির্দেশে আমি আমার তিনটি ওয়ার্ডে আপদকালীন কাজ চালিয়ে যাচ্ছি।
বাংলাদেশ সময়: ২০:৪৩:৫৭ ১৬০ বার পঠিত