বরিশালে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরিশালে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
বুধবার, ১৪ মার্চ ২০১৮



---বরিশাল বিভাগীয় বাস মালিক-শ্রমিক সমন্বয় ঐক্য পরিষদের ডাকে বরিশাল থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। বুধবার সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়। এর ফলে বরগুনা থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, যশোর, বেনাপোল ও অভ্যন্তরীণ মোট ১৭টি রুটে পরিবহন চলাচল বন্ধ রয়েছে।

ধর্মঘটের কারণে সকাল থেকেই জেলার নির্দিষ্ট টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এমনকি আশপাশের জেলাগুলোতেও বাস চলাচল বন্ধ রেখেছেন চালকরা। আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা।

বরগুনা-বরিশাল ও কুয়াকাটা-বরিশাল মহাসড়কে অবৈধ বাস মালিক সমিতির চাদাঁবাজি, বাস চলাচলে বাধা ও মহাসড়কে হাইকোর্টের রায় অনুযায়ী থ্রি হুইলার বন্ধের দাবিতে এই ধর্মঘট চলছে।

ধর্মঘটের বিষয়ে শ্রমিকরা জানান, দিনের পর দিন এভাবে প্রকাশ্যে চাঁদাবাজির ফলে বাস মালিক ও শ্রমিকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিরাজ করে আসছিল। প্রশাসনের কাছে বিভিন্ন সময় এর প্রতিকার চেয়েও কোনো সমাধান পাওয়া যায়নি। তাই চাঁদাবাজি বন্ধে আমরা অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছে তারা।

এছাড়া তিন মাস ধরে বরিশাল ও ঝালকাঠি বাস মালিক সমিতির দ্ব‌ন্দ্বের কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চ‌লের ১৭টি রুটের মধ্যে ছয়টি রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে বাস মালিক সমিতির নেতা সুলতান হোসেন ও মো. আজিজুর রহমান শাহিন জানান, তাদের গাড়ি ঝালকাঠির ওপর দিয়ে চলতে না দেয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১২:৪৬:১৮   ৩৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ