
নরসিংদীর পলাশ উপজেলায় একই পরিবারের ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী বিষয়টি নিশ্চিত করেছেন। এই উপজেলায় ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
উপজেলার মাঝেরচর এলাকার এক বৃদ্ধ করোনা উপসর্গ নিয়ে গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে মারা যান। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। তার ভাইয়ের নমুনাতেও করোনার উপস্থিতি পাওয়া গেছে। পরে ওই বৃদ্ধের বাড়ির সবার নমুনা ৬ মে ঢাকায় পাঠালে বৃহস্পতিবার (৭ মে) রাতে একই পরিবারের ৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
বাংলাদেশ সময়: ১৫:১৬:২০ ১৫০ বার পঠিত