অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন শাহ্ ফয়েজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন শাহ্ ফয়েজ
সোমবার, ১১ মে ২০২০



---

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলার কারণে কর্মহীন হয়ে পরা নিম্ন আয়ের অসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহ ফয়েজউল্লাহ ফয়েজ।

সোমবার (১১ মে) বিকেল তিনটায় নাসিক ১৩নং ওয়ার্ডের গলাচিপা এলাকায় তিন শতাধিক মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

বিতরণকালে শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ বলেন, লকডাউনের কারণে শুধু দিনমজুর বা হতো দরিদ্ররাই নন, মধ্যবিত্ত পরিবারগুলোও খাদ্য সংকটে ভুগছে। তারা না পারছেন কাউকে বলতে, না পারছেন চাইতে। দেশের চলমান এই সংকট নিরসনে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলেও সবকিছু সরকারের একার পক্ষে করা সম্ভব নয়। সমাজের মানুষ হিসেবে আপনারও কিছু দ্বায়বদ্ধতা আছে, ধর্মীয়ভাবেও দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধাতা থেকেই সাধ্যমতো চেষ্টা করেছি নিজ এলাকার মানুষের পাশে দাঁড়াতে। আমি সব সময়ই অসহায় মানুষদের পাশে আছি এবং থাকবো।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেস মালিক সমিতির সভাপতি ও নারায়ণগঞ্জ হাই স্কুলের গভর্নিং বডির সদস্য ওয়াহেদে সাদাৎ বাবু, গলাচিপা জামেয়া গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ফয়েজ কবির হোসেন প্রমুখ।

করোনাভাইরাসের প্রথম থেকেই সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে প্রায় ১০ হাজার হ্যান্ড স্যানিটাইজার, ১০ হাজার মাস্ক, ৫০০ কেজি ব্লিচিং পাউডার মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছেন শাহ ফয়েজ। পরবর্তীতে লকডাউনে গৃহবন্দী নাসিক ১৩ নং ওয়ার্ডের ৪ হাজার অসহায় মানুষের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করার উদ্যোগ নেন তিনি। ইতিমধ্যেই প্রায় ২ হাজার ৫০০ পরিবারকে খাদ্যসামগ্রী তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছেন। বাকি খাদ্য সামগ্রীগুলোও খুব দ্রুত বিতরণ করা হবে বলে জানান শাহ ফয়েজউল্লাহ ফয়েজ।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৪২   ১১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ