আগুনে পুড়ল সর্ববৃহৎ গাউছিয়া কাঁচাবাজার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগুনে পুড়ল সর্ববৃহৎ গাউছিয়া কাঁচাবাজার
শুক্রবার, ১৫ মে ২০২০



---

রূপগঞ্জ উপজেলার সর্ববৃহৎ গাউছিয়া কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৫টার দিকে লাগা আগুনে বাজারের প্রায় অর্ধশতাধিক দোকানপাট পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন মার্কেটের ব্যবস্থাপক আব্দুল আউয়াল।

জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে গাউছিয়া মার্কেট বন্ধ রয়েছে। মার্কেটের একটি ওষুধের দোকানে থাকা ফ্রিজের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুণের সূত্রপাত হয়েছে বলে মার্কেটের ব্যবসায়ীরা ধারনা করছেন। এ সময় গাউছিয়া মার্কেটের শতাধিক অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে মার্কেটে নিয়োজিত আনসার ও কর্মীরা আগুণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

খবর পেয়ে কাঞ্চন ও ডেমরা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অর্ধশতাধিক দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়। দোকানে ঈদের জন্য মালামাল ভর্তি করে রাখায় ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলেও ফায়ার সার্ভিসকর্মীরা দাবি করেন।

মার্কেটের ব্যবস্থাপক আব্দুল আউয়াল জানান, গাউছিয়া কাঁচাবাজারে বেশ কয়েকটি ওষুধের পাইকারী দোকানসহ শতাধিক মুদিমনোহরী দোকান রয়েছে। চাউলের বেশ কয়েকটি আড়ৎ রয়েছে। করোনা পরিস্থিতির কারণে দুপুর আড়াইটায় দোকানপাট বন্ধ করে গেট বন্ধ করে দেয়া হয়। বিকেলের দিকে ওষুধের একটি দোকানে থাকা ফ্রিজের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুণের সূত্রপাত হয়। সাথে সাথে আগুণ পুরো মার্কেটে ছড়িয়ে এলাকা কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। সন্ধ্যা ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশ সময়: ১৪:২৯:৪৩   ১৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ