আধিপত্য বিস্তার নিয়ে রাজশাহীতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর শাহমুখদুম থানার নওদাপাড়া রায়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রবিউল ইসলাম ওরফে রবিন রাজশাহী কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আর নাজমুল ইসলাম শাহমখদুম থানা ছাত্রলীগ কর্মী। তাদের দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানা ছাত্রলীগ জানায়, শাহমুখদুম থানা ছাত্রলীগ সাবেক সভাপতি জহুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুদ হোসেনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বেশকিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে সম্প্রতি দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। ওই সংঘর্ষের পর মাসুদসহ পাঁচ নেতাকর্মীকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়। স্থগিত করা হয় থানা ছাত্রলীগের কার্যক্রম।
সংঘর্ষের বিষয়ে নগর ছাত্রলীগ সভাপতি রকি কুমার ঘোষ জানান, বহিষ্কার ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার রাতে মাসুদ ও জহুরুল গ্রুপের মধ্যে সংঘর্ষে রবিন ও নাজমুল আহত হন। আহত রবিন বহিষ্কৃত নেতা মাসুদের সমর্থক। আর জহুরুলের সমর্থক নাজমুল। তাদের হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি শুনেছেন।
নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। সংঘর্ষে জড়িত সন্দেহে মাসুদ গ্রুপের এক কর্মীকে আটক করে থানায় নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬:১৬:০৩ ৩৪২ বার পঠিত