
মহামারী করোনাভাইরাস সংক্রমণ যেন বিস্তার না ঘটে সেটি ঠেকাতে সরকারের নির্দেশনা মানাতে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা অব্যাহত রেখেছে ঢাকা জেলা প্রশাসন। একই সঙ্গে অসহায় গরিব মানুষদের মাঝে ত্রাণ সহায়তাও অব্যাহত রাখা হয়েছে।
শনিবার সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা মহানগরীর ধানমণ্ডি, ফার্মগেট, কাওরানবাজার, মিরপুর, মোম্মাহাদপুর, রমনা, লালবাগ, যাত্রাবাড়ী, কোতোয়ালীসহ জেলার সব উপজেলায় লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা প্রতিপালনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ও উপজেলাগুলোতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৩২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৪টি মামলা এবং ৮৯ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা জেলা পুলিশ এই মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করছে।
এছাড়া ৩৩৩ ও মেসেজে প্রাপ্ত অনুরোধের প্রেক্ষিতে ঢাকা জেলার দোহার উপজেলাতে ৪৫টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিতরণ কেন্দ্রগুলোও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে সার্বক্ষণিক মনিটরিং করানো হচ্ছে।
ঢাকা জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:১৮:২২ ১৫০ বার পঠিত