
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদায়ন করা হয়েছে।
পদায়নকৃত উপ-পুলিশ কমিশনার হলেন ওয়ালিদ হোসেন। তিনি এর আগে ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে কর্মরত ছিলেন।
সোমবার ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে ওয়ালিদকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের দায়িত্ব দেয়া হয়।
একই আদেশে ডিএমপিতে যোগদানকৃত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশিদকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে বদলি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৫৪:৩৫ ১২৮ বার পঠিত