সিলেটে চিকিৎসকসহ আরো ৪৫ জনের করোনা শনাক্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটে চিকিৎসকসহ আরো ৪৫ জনের করোনা শনাক্ত
শনিবার, ২৩ মে ২০২০



---

সিলেট ও সুনামগঞ্জ জেলায় চিকিৎসক ও পুলিশসহ আরো ৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪১ জনই সিলেট জেলার ও ৪ জন সুনামগঞ্জ জেলার। শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে এই ৪৫ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শুক্রবার ওসমানীতে ১৮৬টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৪১টি পজেটিভ আসে। শনাক্ত হওয়া সকলেই সিলেট জেলার বাসিন্দা জানিয়ে তিনি বলেন, তাদের মধ্যে সিলেট নগর ও সদর উপজেলার বাসিন্দাই বেশি। আক্রান্তদের মধ্যে ওসমানী হাসপাতালের চিকিৎসক ও পুলিশ সদস্যও আছেন।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফুর রহমান পুলিশ সদস্য আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলায় ১১ জন পুলিশ সদস্যের করোনা পজেটিভ এসেছে। তাদের মধ্যে বিশ্বনাথ থানায় ৬ জন, ফেঞ্চুগঞ্জ থানায় ১ জন, ওসমানীনগর থানায় একজন এবং সিলেট পুলিশ লাইনের তিনজন করোন আক্রান্ত রিপোর্ট এসেছে।

এদিকে, শুক্রবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৪টি পজেটিভ আসে। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় বিষয়টি নিশ্চিত করেছেন। শনাক্ত হওয়া চারজনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে।

এনিয়ে সিলেট বিভাগের মোট ৬০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সিলেট জেলায় ২৭৭ জন, সুনামগঞ্জে ৯২ জন, হবিগঞ্জে ১৫৬ জন ও মৌলভীবাজারে ৮৩ জন।

বাংলাদেশ সময়: ২:৫৪:১৮   ১২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ