
সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ নিয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়া দুজনেই পুরুষ। এই তথ্য নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুশান্ত কুমার মহাপাত্র। করোনার উপসর্গ নিয়ে রবিবার বিকালে একজন এবং রাতে আরো একজনের মৃত্যু হয়। এদের একজনের বাসা নগরীতে। তার করোনার উপসর্গ থাকার পাশাপাশি হার্টের সমস্যা ছিল। অপরজনের ঠিকানা জানা যায়নি। তাদের দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩:১৪:০৭ ১১৭ বার পঠিত