
রাজধানীর মতিঝিলের বাণিজ্যিক এলাকায় নেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। ব্যাংকসহ প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিলেও গ্রাহক এবং সেবা নিতে আসা মানুষদের মধ্যে নেই স্বাস্থ্য সচেতনতা।
স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষণা অনুযায়ী মাস্ক পরা বাধ্যতামূলক হলেও অনেকেই তা মানছেন না। আবার শারীরিক দূরত্বের বিষয়ে উদাসীন অনেকেই।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, ব্যাংক খোলার আগে থেকেই স্বাস্থ্যবিধি মেনে চলার ১৩ দফা নির্দেশনা দেয়া হয় এবং মানুষকে সচেতন করতে আগে থেকেই প্রচারণা চালানো হয়েছে।
কিন্তু নিজ নিজ অবস্থান থেকে মানুষ সচেতন না হলে সংক্রমণের ঝুঁকি বাড়বে। এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩:২০:৩৯ ৭৮ বার পঠিত