
সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের দিক থেকে জেলায় এটি দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।
আক্রান্তদের তালিকায় দেড় বছরের এক শিশুও রয়েছে।
বৃহস্পতিবার রাতে জেলার সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫০ জনে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হলে তাদের মধ্যে ৩১ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে।
আক্রান্তদের মধ্যে ছাতক উপজেলায় সর্বোচ্চ ১২ জন, সুনামগঞ্জ সদর উপজেলায় ৯, দোয়ারাবাজায় ৫ এবং জগন্নথাপুরে ৫ জন রয়েছেন।
আক্রান্তদের দ্রুত আসোলেশনে নেয়ার প্রক্রিয়া শুরু করেছেন বলে জানান সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।
গত বৃহস্পতিবার পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ জন এবং মারা গেছেন একজন।
বাংলাদেশ সময়: ১৩:৫৭:২৬ ৯৫ বার পঠিত