অদ্য সোমবার (১৬ অক্টোবর) দুপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা’র উদ্যোগে নগরীর রায়নগরস্থ সার্ক ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় নিসচা সিলেটের সভাপতি এম বাবর লস্করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মো. লোকমান আলীর পরিচালনায় সচেতনতামূলক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ট্রাফিক ইন্সপেক্টর মুহিবুর রহমান, নিসচা সিলেটের উপদেষ্টা সাবেক কাউন্সিলর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, উপদেষ্টা ও যুক্তরাজ্য শাখার উপদেষ্টা জহিরুল ইসলাম মিশু, মানবাধিকার কমিশন সিলেট জেলার সভাপতি রাজনীতিবিদ তপন মিত্র, সার্ক ইন্টারন্যাশনাল কলেজের এমডি ও প্রিন্সিপাল মোঃ মহিউদ্দিন, নিসচা সিলেট জেলার সহ সভাপতি শেখ তোফায়েল আহমদ শেপুল, মার্কেটিং ডিরেক্টর রোটাঃ জাকির হোসেন, প্রভাষক সাইফুর রহমান, নিসচা সিলেটের মহিলা সম্পাদিকা আমিনা খাতুন লিলি, সদস্য আশফাক উদ্দিন আহমদ, তাহের হোসেন, শাকিম আহমদ সহ কলেজের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া কর্মশালায় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
বাংলাদেশ সময়: ২০:০৫:৩৭ ৩৫২ বার পঠিত